কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের লাগানো আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় মো.মাও আব্দুল কাদিরের বসত ঘরে রাতের আধাঁরে দুর্বৃত্তরা কোরেসিন ছিটিয়ে আগুন লাগিয়ে চলে যায়। পাশের বাড়ির রফিকুল ইসলাম ঘরের বাইরে বের হলে ঘরে আগুন লাগা দেখতে পেয়ে চিৎকার দিলে আশে পাশের মানুষজন জড়ো হয়।পরে পুকুর ও সার্বমারসিবল ওয়াটার পাম্পের পানি দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আউজিয়া দক্ষিণ পাড়া গ্রামে। দুর্বৃত্তদের লাগানো আগুনে ঘরে থাকা আসবাবপত্র, সেচের মেশিন,ধান,নতুন ঘর তৈরি করার জন্য ২৫ কেভি কাঠ পুড়ে যায়। দুর্বৃত্তদের আগুনে ঘরে থাকা কুরআন শরীফ ও পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতক্ষদর্শী সাহাব উদ্দিন জানান, আব্দুল কাদিরের বাড়িতে রাতে কে বা কারা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে আমরা আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করি।
আব্দুর কাদিরের মেয়ের জামাতা মোঃ রুকন উদ্দিন জানান, পাশের বাড়ির সাথে ঝগড়াতে আমার শ্বশুর বাড়ির লোকজনের নামে মামলা হয় এতে বাড়িতে কেউ থাকেনা। এই সুযোগে রাতের আধাঁরে দুর্বৃত্তরা আমার শ্বশুর বাড়ির বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ঘরে আগুন দিয়েছে তাদের বিচার দাবি করছি।