বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

গোয়ালন্দে হতদরিদ্রদের মাঝে রাসেল মাহমুদের ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধি / ৭৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ রাসেল মাহমুদ (১২মে) বুধবার দুপুরে নিজ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মেহনতী অর্ধশতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে লুঙ্গি বিতরণ করেন।

করোনাভাইরাসে সরকার ঘোষিত লকডাউনে কারনে অনেকেই বেকার হয়ে পড়েছেন। ‍এ সময় গোয়ালন্দের একজন মানবিক মানুষ শেখ রাসেল মাহমুদ রোজার ঈদকে সামনে রেখে ঈদ উপহার সবার বাড়ি বাড়ি যেয়ে বিতরণ করছেন। উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ছলিম শেখের সুযোগ্য সন্তান শেখ রাসেল মাহামুদ। আগামীতে উজানচর ইউনিয়ন নির্বাচনে তিনি ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। সেই লক্ষ্য বাস্তবায়নের ‍উদ্দেশ্যে তিনি অসহায় মেহনতী মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করেন।

এ সময় রাসেল মাহমুদের জন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আমাদের এই ঈদের উপহার দেয়ায় আমরা খুশি এবং আল্লাহ তা’আলা যেন রাসেলের মনের আশা পূরণ করেন। উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ রাসেল মাহমুদ বলেন, সবাইর মাঝে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে ও ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার এই ঈদ উপহার দেওয়া।

তিনি আরো বলেন করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে এবং সরকারী নির্দেশনা মেনে চলতে বলেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর