করোনা ভাইরাস ( কোভিড-১৯) মহামারী প্রাদূর্ভাব জনিত কারণে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার ৯টি উপজেলায় ৪৫০জন কর্মহীন অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা বিতরন করা হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী বাঘা উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৫০ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে ।
সোমবার সকাল ১১টায় বাঘা আনসার- ভিডিপির অফিসের সামনে বাঘা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণের শুভ উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা প্রশিক্ষক রাজন কুমার, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারসহ আরও অনেকে ।
এসময় বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির যে অবদান সেটা আসলে অনস্বীকার্য । তারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে ও স্বেচ্ছায় জনগণের সেবা করে এবং আমাদের অনেক কাজে সহযোগিতা করে থাকেন ।
বাঘা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাস বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা সারা দেশের ন্যায় আমাদের বাঘা উপজেলায় ৫০ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা পেলে আমরা আবার ত্রান বিতরণ করবো ।