মাসুদ রানাঃ সিরাজগঞ্জ কামাখন্দ উপজেলার কলেজ পাড়ায় ক’জন তরুণ উদ্যাক্তা পরিক্ষামুলক ১০ শতক জায়গা বর্গা নিয়ে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে লাভের স্বপ্ন গুনতে শুরু করেছেন।
জানা যায় ক’জন তরুণ বিভিন্ন মিডিয়ায় গোল্ডেন ক্রাউন তরমুজের চাষাবাদ ও লাভের কথা শুনে নিজেরা পরিক্ষামুল ভাবে চাষ করার উদ্যোগ গ্রহন করেন।
দু’জন উদ্যাক্তা ভোরের কণ্ঠকে জানান গোল্ডেন ক্রাউন তরমুজ তরকারি আবাদের মতই গাছ বড় হলে বাঁশ ও সুঁতা দিয়ে মাচা/জানলা দিতে হয়। লাউ কুমড়ার মত জানলায় গাছ ছেয়ে যায়। এপ্রিল থেকে গাছে ফল ধরতে শুরু করেছে। কয়েক দিন পর থেকে তরমুজ বাজারজাত করন করা যাবে। ১০ শতক জায়গাতে তরমুজ চাষ করতে যে পরিমান খরচ হয়েছে, ফলন ভালো হওয়ার আশা করছি আমাদের ৪/৫ গুন লাভ হবে। যত্ন ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষ করলে অন্যান্য ফসলের তুলুনায় কৃষক গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে লাভবান হবে।
তারা আরোও বলেন চুয়াডাঙ্গা থেকে উন্নতজাতের গোল্ডেন ক্রাউন তরমুজের বীজ আনা হয় । পরে জমিকে বীজ বোপণের উপযোগী করে বীজ বোপণ করা হয়। ফলন ভালো হয়েছে কিন্তু পোকাড় জন্য কিছু তরমুজ নষ্ট হয়েছে।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান উন্নতজাতের গোল্ডেন ক্রাউন তরমুজ একটি অর্থকারী ফসল। তরুণ উদ্যাক্তাদের এমন উদ্যোগকে ভালদিক হিসেবে মনে করেছেন তিনি। এই তরমুজ সফল ভাবে চাষ করতে পারলে তারা তাদের বেকারত্ব দুর করে স্বাবলম্বী হতে পারবে।মাসি পোকাড় জন্য কিছু তরমুজ নষ্ট হয়েছে। এ পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।