নারায়ণগঞ্জ জেলা কনজ্যুমার প্রোটাক্ট রাইট সিকিউরিটি (সি পি আর এস) মানবাধিকার সংগঠন ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক ড.রাশেদ উদ্দিনের উদ্যোগে ২ শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮মে )দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ নাগ বাড়ির মোড় সি পি আর এস ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রধান কার্যালয়ে।
জেলা সভাপতি সি পি আর এস ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। সি পি আর এস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রধান সম্পাদক এডভোকেট রাশেদ উদ্দিন।
এর আগে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সমগ্র বাংলাদেশে সি পি আর এস জেলা থানা কমিটির নেতৃবৃন্দ দের নির্দেশ দেওয়া হয়েছিল অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর তারই ফলশ্রুতিতে আজকে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে প্রায় দুইশত অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।এ সময় তিনি আরো বলেন আমাদের দেশে বিত্তবানদের এখন উচিত অসহায় গরীবদের পাশে দাঁড়ানো।
কারণ এ ভয়াবহ করুণায় ও লকডাউনে নিম্নআয়ের মানুষ খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছেন বিশেষ করে মধ্যবিত্তের পরিবারগুলো যারা সহজে কারও কাছে হাত পাততে পারে না তাই আমরা মনে করি আমাদের দেশের বিত্তবানরা যদি এই অসহায় মানুষগুলোর পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্যও নারায়ণগঞ্জ জেলা প্রদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহর (আলী চৌধুরী) নারায়ণগঞ্জ জেলা সি পি আর এস সভাপতি ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সহকারী সম্পাদক (মোহাম্মদ আলী ) সহ-সভাপতি (তোফাজ্জল হোসেন ),সহ-সভাপতি (আনিসুর রহমান) রনি ,সাংগঠনিক সম্পাদক (সারোয়ার হোসেন) বাবু ,বিডি অল নিউজ২৪ সম্পাদক (সানি হোসেন) নাথগঞ্জ জেলা দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার ফটোসাংবাদিক শাহ আলী প্রমূখ।