সিরাজগঞ্জ উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিক নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র,দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ কার্ডধারীদের বাড়িতে গিয়ে পৌছে দিলেন সুযোগ্য ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।
শনিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা রবিউল করিম,জাতীয় সাংসদ ও পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জাহিদুজ্জামান (কাকন),ইউপি সদস্য বৃন্দসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান ২০২০-২০২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নে ভিজিএফ এর আওতায় ২৬’শ ২২ জনকে ৪’শ ৫০ টাকা করে ১১ লক্ষ ৭৯ হাজার ৯’শ টাকা ও জিআরের আওতায় ৫’শ জনকে ৫’শ টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা সর্বমোট ১৪ লক্ষ ২৯ হাজার ৯’শ টাকা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নগদ অর্থ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হবে।
উদ্বোধনের প্রথম দিনে ইউনিয়নের ৭ টি গ্রামের প্রায় ৬ শতাধিক হতদরিদ্র,দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ ও জি আর কার্ডধারীদের গ্রামের বাড়িতে গিয়ে এ সকল উপহার নগদ অর্থ বিতরণ করেন তিনি। বাকী কার্ডধারীদের পর্যায়ক্রমে তাদের গ্রামের বাড়ি গিয়ে উপহারের টাকা পৌছে দেয়া হবে।এ সময় তিনি অসহায় মানুষের নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।