করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা ও বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরাণপুর গ্রামের সন্তান সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি , কাজিপুর চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের ২৩২টি পরিবার ৪র্থ বার পেল শাড়ী, লুংগী ওখাদ্য সামগ্রী। এ সহায়তার মধ্যে রয়েছে চাল, লবণ, আলু, পিয়াজ, ডাল, লুঙ্গি ও শাড়ি কাপড়। বৃহঃপ্রতিবার ৫মে দুপুরে পরানপুর বাজারে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, থানা অীফসার ইনচার্জ পঞ্চনন্দ, বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ ও উপস্থাপক ড. সাজিদ সাজ্জাদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন রাজ, কৃষকলীগ সভাপতি শাহা আলম, ইসমাঈল হোসেন, ইউসুফ উদ্দিনসহ গ্রামের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আঃ রাজ্জাক বলেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার প্রিয় এলাকা সোনমুখী ইউনিয়নের পরানপুর, রশিকপুর, হরিনাথপুর, রৌহাবাড়ী ও স্থলবাড়ী গ্রামে সর্বমোট ২৩২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও পরানপুর মাদ্রাসায় ৫ হাজার টাকা ২০ কেজি চাউলসহ ০৪টি মাদ্রাসায় ৩৫ জন ছাত্রের পাঞ্জাবির কাপড় ও ২০০ কেজি চাল বিতরণ করা হয়। আগামীতে এলাকার সার্বিক উন্নয়ন ও হতদরিদ্র পরিবারের জন্য আরও বেশি অবদান রাখার চেষ্টা করব। উল্লেখ্য যে আব্দুর রাজ্জাক এলাকার সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছেন।