রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় দুস্থ অসহায় ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া থেকে সাহেব আলী / ৬০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ অসহায় ছিন্নমুল মানুষের মাঝে তৈরি খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। ৪ মে মঙ্গলবার বিকেলে দৈনিক সিরাজগজ্ঞ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন খানের উদ্যোগে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে ২ শতাধিক তৈরি খাবারের প্যাকেট বিতরণ করা হয়।এতে খাবার প্যাকেটে ছিল, ভুনা খিচুড়ি, ডিম ও খেজুর।

ইফতারি বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস পিপিএম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, সাংবাদিক মোঃ সাহারুল হক সাচ্ছু, মোঃ সাহেব আলী, আল মাহমুদ, মোঃ রায়হান আলী, আবু বকর সিদ্দিক বাবু, এনডিপি’র এরিয়া ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা ও উল্লাপাড়া শাখা ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর