বগুড়ার শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে মাসুদ রানা (৩৮) নামের এক যুবক মারা গেছে । ২ মে রোবিবার দুপুরে শেরপুর-ধুনট সড়কের শালফা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিনপাড়া গ্রামের মৃত ময়নাল মন্ডলের ছেলে মাসুদ রানা দীর্ঘদিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২ মে রোবিবার দুপুর ১২ টার সময় মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য তাদের ধানের খোলায় যায়।
শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের ধানের খোলা অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়।
ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ রানা মেশিনের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।