চলমান পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “বিশেষ সেবা সপ্তাহচ্( ৩০এপ্রিল থেকে ৬ মে) পালন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
রবিবার ২মে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয় এঁর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয় এঁর সার্বিক নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান কর্তৃক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় তেল্কুপি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়, সেখানে এস কে ডি পোডাক্ট নামের একটি অপরিস্কার পরিবেশে সেমায় তৈরি করার জন্য ১০ হাযার টাকা জরিমানা আরোপ করা হয়, এছাড়া নোংরা পরিবেশে রতন দই ঘর,শিয়াল্কোল এ দই ও ঘোল তৈরির জন্য ৫ হাযার সহ দুটি তরমুজ ব্যবসায়িকে মুল্যতালিকা না থাকায় এরকম মোট ৪ টি প্রতিষ্ঠান কে ১৭ হাযার টাকা জরিমানা করা হয়।
বিশেষ সেবা সপ্তাহ পালন এর অংশ হিসেবে সদর উপজেলার বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।
‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুনথ স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।
উক্ত তদারকি ও সচেতনতামূলক অভিযানে সহায়তা প্রদান করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা করেন পুলিশ লাইন ও থানা পুলিশের একটি চৌকস টিম।