সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিরতণ করা হয়েছে। ১ মে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিরতণ করা হয়।
এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১’শ ২৫জন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৯৮জন মোট ২২৩ জনকে শিক্ষা বৃত্তির চেক প্রদান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৩০জন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬জন মোট ৫৬জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।