শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

রায়গঞ্জের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় কক্ষে দেহব্যবসার ভিডিও ফাঁস-ভোরের কণ্ঠ।

অভিজিৎ কুমার দাস,স্টাফ রিপোর্টার / ৬৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় কক্ষে দেহব্যবসার ভিডিও ফাঁস। ওই স্কুলের নাইড গার্ড নুরুল ইসলামের  সহযোগীতায় দেহব্যাবসা জম জমাট হয়ে উঠেছে বলে আভিযোগ উঠেছে।

নুরুল ইসলাম স্থানীয় প্রভাবশালী হওয়ায় করোনাকালিন সময়ে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় মহিলা আমদানি করে স্কুল কক্ষেই দেহব্যবসা পরিচালনা করে আসছে।

গত ২৪ শে এপ্রিল সলংগা এলাকার দেহব্যবসায়ী খালেদা (২০) কে নিয়ে ৩ যুবক অসামাজিক কাজে লিপ্তছিলো।এসময় আড়াল থেকে এক যুবক তাদের অসামাজিক কার্যকালাপ মোবাইলে ভিডিও ধারন করে এবং ওই ভিডিওটি ফাঁস হয়ে যায়।

পরে ওই ভিডিওর সুত্র ধরে স্থানীয় কয়েক জন সাংবাদিক ঘটনার স্থলে তদন্ত গেলে বেরিয়ে আসে ঘটনার সাথে জড়িতদের নাম। ঘুরকা গ্রামের শামচুল হকের ছেলে নুরুল ইসলাম দেহব্যবসার গ্যাং লিডার নুরুল ইসলামের সহযোগী হিসাবে রয়েছেন একই গ্রামের উত্তম দাসের ছেলে কাতিৃক কুমার,চকগোবিন্দ পুর গ্রামের শাহজাহান আলীর ছেলে রবিউল ইসলাম।

দেহব্যবসার কাজে স্কুলের কক্ষ ব্যবহার করা ও কক্ষের তালা খোলার বিষয়ে প্রশ্ন করা হলে নাইট গার্ড বিষয়টি কৌশলে এড়িয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল দায়-দায়িত্ব নাইট গার্ডের উপর চাপিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর