সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২১ মৌসুমে ধান ও গম সংগ্রহে শুভ উদ্বোধন করা হয়েছে৷বুধবার( ২৮ এপ্রিল) সকালে সরকারি খাদ্য গুদামে ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ।
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ্য করে, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের কোথাও এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। প্রধানমন্ত্রী দৃঢ় নেতৃত্বে দেশ উন্নতি হচ্ছে । দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরও বলেন, খাদ্য গুদামগুলোতে সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে মানসম্পন্ন ধান-গম সংগ্রহ করতে হবে।ধান গম দিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকেও দৃষ্টি রাখতে খাদ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ।
এ চলতি মৌসুমে বোরো ধানের সংগ্রহ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬ শত, ৯৯ মেট্রিকটন এবং গম ২ শত ৬৪ মেট্রিকটন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
্এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান খান, ভাইস চেয়ারম্যান এস, এম নাছিম রেজা নুর দিপু , সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোস্তম আলী, টিসিএফ মোঃ আনোয়ার হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম তালুকদার, কারিগরী খাদ্য পরিদর্শক শফিউর রহমান,উপ খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল সহ
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে কৃষক রোস্তম আলী সরকারি খাদ্য গুদামে ১ টন ধান এবং মোঃ শাহিন শেখ ৩টন গম সরবরাহ করে।