রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

উল্লাপাড়ার উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম করোনায় আক্রান্ত-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৫৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম (শফি) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্ষিয়ান এই প্রবীণ নেতা ১ম ও ২য় ঢেউয়ের করোনাকালিন সময়ে ঝুঁকি নিয়ে হাট বাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামুলক ব্যাপক প্রচার প্রচারনা করেছেন। ৮/১০ দিন হলো সর্দি, ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন।গত তিন দিন আগে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। বুধবার তার করোনা পজিটিভ আসায় হাসপাতালে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ বিষয় নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আনোয়ার হোসেন জানান দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।গেল সপ্তাহে নতুন করে ১৩ জন করোনা সনাক্ত হয়েছে।তাদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার নতুন করে আরোও ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এরা হলেন পৌর শহরের নেওয়ারগাছা গ্রামের তারেক আলী,চরিয়া উজিরপাড়া গ্রামের নাসরিন খাতুন ও দূর্গানগর গ্রামের আব্দুর রাজ্জাক। এদের পৃথক ভাবে তাদের নিজ বাড়িতেই হোম কোয়ারান্টাইনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর