রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

সাভারে দু’শ টাকার জন্য ট্রাক চালককে গলা কেটে হত্যা ঘাতক আটক-ভোরের কণ্ঠ।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৫৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

রাজধানীর সাভারে মাত্র দু’শ টাকার জন্য রাজীব শেখ ( ২৬) নামের এক ট্রাক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক নাজিম মন্ডলকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার ( ২৫ এপ্রিল ) সকাল ১০ টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৈকত হোসেন।শনিবার রাত ২ টার দিকে সাভার আনন্দপুর বাগানবাড়ি এলাকা থেকে নিহত রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজীব শেখ মানিকগঞ্জ জেলার মুন্সিকান্দি থানার দৌলতপুর গ্রামের আনিস শেখের ছেলে। তিনি সাভারের আনন্দপুর বাগানবাড়ি এলাকা থেকে ট্রাক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন।

আটক মোহাম্মদ নাজিম মন্ডল রাজবাড়ী জেলার কালুখালি থানা পাচুরিয়া গ্রামের মোহাম্মদ কাদের মন্ডলের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে ফ্রেস ফার্মের দুধ বিক্রয় কর্মি হিসেবে কাজ করতেন।

পুলিশ জানান যে- গতকাল রাত ১০ ঘটিকার সময় নাজিম মন্ডল ২০০ টাকা ফেরত চায়। এক পর্যায়ে নিহত রাজীব শেখ নাজিম মন্ডলকে চর থাপ্পর মারে এর জের ধরেই রাত ১১ টার সময় রাজীবকে গলা কেটে হত্যা করেন নাজিম মন্ডল। খবর পেয়ে শনিবার দিবাগত রাত ২ টার দিকে সাভারের আনন্দপুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। পরে সেই রাতেই নাজিম মন্ডল কে গ্রেপ্তার করা হয়। একই সাথে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক এ এফ এম সায়েদ জানান – নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।পুলিশ আরো বলেন আসামি নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর