মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩ নং গেট বাঘমারা ক্যাম্পের অধীনস্থ স্টুডেন্ট ডরমেটরির বিপরীতে চারাটিলা নামক স্থানে এই আগুন লাগে। এতে বন এলাকার অনেক ছোট-বড় গুল্ম ও গাছ পুড়েছে, নষ্ট হয়েছে পাখির বাসা।
আগুনে পুড়ে যাওয়ার কারনে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়েছে , নষ্ট হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। উক্ত বন এলাকায় ছিলো নানা প্রকার পশু পাখি, যা ছিলো এই বনের সৌন্দর্য। বন আগুনে পুড়ে যাওয়ার কারনে বিভিন্ন ধরনের পশু পাখির ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ ২৫ এপ্রিল (রবিবার) আগুনে পুড়ে যাওয়া বনে সরেজমিনে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি এলোমেলো ভাবে এদিক সেদিক উড়ছে, বনে আগুন লাগার কারনে পাখিদের বাসা পুড়ে যায়। শতশত পাখি বাসস্থান ছাড়া অবস্থায় বনের এদিকে সেদিকে উড়ছে, আশেপাশের মানুষের মধ্যে দেখা দিয়েছে অনেক ক্ষোভ। এলাকার মানুষের মন্তব্য এত পাখি বাসস্থান ছাড়া অবস্থায় আছে। নেই পাখিদের বাসস্থান কে নিবে এই প্রাণিদের দায়ভার কে নিবে এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের দায়ভার।
এদিকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যােৎসাহী সমাজকর্মী ও কমলগঞ্জ পৌর মেয়র বলেন পাখিরা প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটা অংশ, পাখি বা অন্যান্য বন্য প্রাণীদের নিয়ে বন বিভাগের একটা ভালো উদ্যােগ আশা করছি, তিনি আরও বলেন বনে আগুন লাগার বিষয় টি তদন্ত সাপেক্ষে জানা যাবে তদন্ত কমিটি গঠন হয়েছে, আগুন লাগার বিষয়টি আশা করি খুব শীঘ্রই জানতে পারব আমরা।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা বলেন দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এই মুহূর্তে আমরা জানি না কিভাবে আগুন লেগেছিল, তাই তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
এলাকার মানুষ এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মন্তব্য বনের মধ্যে এমনিতে আগুন লাগতে পারে না, যে বা যারা এই বনের সৌন্দর্য নষ্ট করতে এই অপকর্ম করেছে অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে।