সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আনোয়ার হোসেন আন্নু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সন্ত্রাসী ওই যুবক উপজেলার কালিয়াকৈর গ্রামের ছাত্তার প্রামাণিকের ছেলে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের ঠান্ডু সরকার চাঁদাবাজির অভিযোগ এনে গ্রেফতারকৃত যুবকের নামে থানায় মামলা করেন। আন্নুর বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ হয়েছে।
স্থানীয়রা জানায়,উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম প্রত্যান্ত এলাকা হওয়ায় আন্নু এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পাবনা জেলার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর থানার পাশাপাশি হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন আন্নু ও তার লোকজন ।
এখানে রয়েছে আন্নুর নিজস্ব বাহিনী। কালিয়াকৈর সহ আশে পাশের গ্রামে আন্নু বাহিনী নানা অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আন্নু গ্রেপ্তারের ঘটনায় এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। আন্নু বাহিনীর সদস্যরা এলাকার সাধারণ মানুষের জমি দখল,বাড়ি দখল,চুরি, ছিনতাই, মারপিট,ভেজাল দুধের ব্যবসা সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড পরিচালনা করে। এই বাহিনীর অত্যচারে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার উপর চালানো হয় নির্যাতন নিপিড়ন। আন্নুর বিরুদ্ধে একাধিক ডজন খানেকের উপর মামলা রয়েছে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল জানান আন্নুুর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও মানুষের বাড়ি জমি দখলের অভিযোগ রয়েছে। শনিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।