রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ঈদ উপলক্ষ্যে সয়দাবাদ ইউপি চেয়ারম্যানের লুঙ্গি বিতরণ-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম স্বাস্থ্য বিধিমেনে-আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে- ইউনিয়নে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ভ্যানচালক ও রিক্সা চালকদের মাঝে নিজস্ব অর্থায়নে ১’ হাজার পিচ লুঙ্গি বিতরণ করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে হতে বিকেল পর্যন্ত সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার, মুলিবাড়ী চেকপোষ্ট, কড্ডা মোড়, পোড়াবাড়ী মোড়, জামতৈল রোড়, খিদির বটতলা মোড়, পঞ্চসারটিয়া মোড়, সারটিয়া ঈদগাঁ মাঠ, সয়দাবাদ মোড়, কলেজ মোড়, ইউপি রোড় মোড়, বিশ্বরোড়, এনায়েতপুর রোড়, পূর্ণবাসন মোড়, মানবমুক্তি মোড়, থানা মোড়ে গরীব ও অসহায় রিক্সা ও ভ্যানচালকদের মাঝে লুঙ্গি বিতরণ করেন।


মানবদরদী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম জানান,পর্যায়ক্রমে ও আরো বিতরণ করা হবে।

সয়দাবাদ ইউনিয়নবাসীর কাছে আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম একজন মানবিক মানুষ। সে সব সময় গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে রয়েছেন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য সাহায্য, সহযোগিতা ও উপহার করে আসছেন। মহামারী করোনার ভাইরাস প্রার্দূভাবের সময় হতেই তিনি স্বাস্হ্যবিধি মানারা জন্য -মাস্কবিতরণ, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করণের ব্যবস্থা করেন এবং সবাইকে হাত ধৌত করার আহবান জানান।

করোনাকালীন সময়ে ঘর বন্ধী খেটে খাওয়া গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রচুর পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক আকার ধারন করছে। তাই সবাইকে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরে, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখে চালাচল করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর