ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডে আজ ২৪ শে এপ্রিল রানা প্লাজা ট্রাজেডি দিবস পালন করেন রানা প্লাজার আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন।
২৩ শে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ডে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার আট বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেছে নিহত – আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন। মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে রানা প্লাজার আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মিরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাসি দাবি করেন।
আজ বিভিন্ন কর্মসূচি পালন কালে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার আশুলিয়া আঞ্জলিক কমিটির নেতা কর্মিরা বক্তব্যত্বে এটাই বলেন যে, ২০১৩ সালের আজকের দিনে রানা প্লাজা ভয়ংকর ভাবে প্রাণ কেড়ে নেয় ১১৩৪ জন শ্রমিক ভাই বোনদের। এবং আহত ২৫০০ জন এরও বেশি শ্রমিক ভাই- বোন স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। কিন্তু আজও সেই রানার বিচার হয়েছে কি ? হয় নি ?
শ্রমিক সমন্বয় পরিষদ কমিটির নেতা কর্মিদের প্রশ্নের জবাবে তারা বলেন যে- গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারে কাছে আমাদের দাবি, আজকে এই দিনকে জাতির শোক দিবস পালন করা হোক। এমনকি আহত শ্রমিকদের কে ক্ষতি পূরণ পাইনি তাদেরকে ক্ষতি পূরণ দেওয়া হোক।
রানা প্লাজার জায়গাটা সরকারিভাবে বাযোয়াপ্ত করে, সেখানে আহত ও নিহত শ্রমিকদের জন্য পূর্ণবাসন নির্মাণ ও রানা প্লাজার সামনে স্মৃতি স্থাপন নির্মাণ করতে হবে জানান তার সাথে আরো জানান সোহেল রানার ফাসি এমনকি রানা প্লাজার ভবনের মালিক যারা জামিনে বাহির হয়ে আছে তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
রানার কেন বিচার হয়নি ? গণমাধ্যম কর্মিদের প্রশ্নের জবাবে শ্রমিক নেতাকর্মিরা বলেন, রানার কেন বিচার হয়নি সেটা এখনো খোলাসা কিন্তু জনগণের কাছে করেনি।
তবে আপনাদের মানে গণমাধ্যম কর্মিদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই আমরা রানার কেন বিচার কেন ঝুলে আছে।