রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১,আহত-৩/ভোরের কণ্ঠ।

মোঃ আব্দুর রাজ্জাক মনির,স্টাফ রিপোর্টার বগুড়া। / ৫০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

বগুড়ার শেরপুরের ট্রাক-সিএনজির সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত মিজানুর রহমান শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে।শুক্রবার(২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার দশমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানাগেছে, ৪জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা শেরপুর যাচ্ছিল। দশমাইল এলাকায় ঢাকাগাসী একটি ট্রাক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মিজানুর রহমান মারা যান এবং অপর তিনজন আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় এবং নিহতের মরদেহ পু্লিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর