বগুড়ার শিবগঞ্জের মোকাতলার চৌকির ঘাট এলাকায় ট্রাকের চাপায় ১ অটোভ্যান যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ১ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। ঈদের আগে সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায,
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর নাগাদ একটি অটোভ্যান চন্ডিহারা থেকে যাত্রী নিয়ে মোকামতলা যাওয়ার পথে (ঢাকা-রংপুর) মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে পৌছিলে পিছন দিক থেকে অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়।
এসময় এক যাত্রী ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শিবগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর একটি দল দূর্ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তি নাম ইমরান হোসেন (৩৬)। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট গ্রামে।
এঘটনায় আহত হয়েছেন আলমগীর হোসেন (৩৮) নামের অটোভ্যান চালক। আহত আলমগীর হোসেন সে গাবতলী উপজেলার কাগইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাঁকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদি ট্রাক চালকের গাফিলতির কারণে দূর্ঘটনা ঘটে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দূর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যায়৷ তবে ট্রাকটি উদ্ধার করে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি যোগ করেন।