শিরোনাম
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

নোয়াখালী লক্ষীপুর পিকআপ ভ্যান-সিএনজি’র সংঘর্ষে নিহত ২-ভোরের কণ্ঠ।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৫৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নোয়াখালী লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সা চালকসহ ২ জন ঘটনস্থলেই মারা গেছে। সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের সামনের গ্লাস ভেঙে গেছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেওয়ারগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫), অটোরিকশা চালক স্বপন হোসেন (৪৫) একই এলাকার রফিক মিকারের ছেলে।

নিহত সাত্তার স্থানীয় একটি ইটভাটার মাঝি। এ ঘটনায় অটোরিক্সার যাত্রী বেলাল হোসেন মাঝি নামের এক বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন যাত্রীসহ অটোরিক্সা চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পিকআপ ভ্যান তেওয়ারগঞ্জ বাজার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে পিকআপের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী সাত্তার ও চালক স্বপন মারা যায়। দুর্ঘটনায় অটেরিক্সাটি দুমড়ে মুচড়ে ও পিকআপের বাম্পার ক্ষতিগ্রস্তসহ সামনের গ্লাস ভেঙে যায়। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত পিআকআপ ও অটোরিক্সা পুলিশের জিম্মায় থানায় নিয়ে আসে এবং মরদেহগুলো সৎকাজের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়।সৎকাজের জন্য মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পিক-আপের চালকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর