নোয়াখালী লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সা চালকসহ ২ জন ঘটনস্থলেই মারা গেছে। সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের সামনের গ্লাস ভেঙে গেছে।
বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তেওয়ারগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫), অটোরিকশা চালক স্বপন হোসেন (৪৫) একই এলাকার রফিক মিকারের ছেলে।
নিহত সাত্তার স্থানীয় একটি ইটভাটার মাঝি। এ ঘটনায় অটোরিক্সার যাত্রী বেলাল হোসেন মাঝি নামের এক বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন যাত্রীসহ অটোরিক্সা চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পিকআপ ভ্যান তেওয়ারগঞ্জ বাজার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে পিকআপের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী সাত্তার ও চালক স্বপন মারা যায়। দুর্ঘটনায় অটেরিক্সাটি দুমড়ে মুচড়ে ও পিকআপের বাম্পার ক্ষতিগ্রস্তসহ সামনের গ্লাস ভেঙে যায়। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত পিআকআপ ও অটোরিক্সা পুলিশের জিম্মায় থানায় নিয়ে আসে এবং মরদেহগুলো সৎকাজের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়।সৎকাজের জন্য মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পিক-আপের চালকে গ্রেফতারের চেষ্টা চলছে।