শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

শিবগঞ্জে উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার-ভোরের কণ্ঠ।

মোঃঃ গোলাম রাব্বানী, বিশেষ প্রতিনিধি। / ১৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

বগুড়ার শিবগঞ্জে উদ্ধারকৃত ৮৮ বোতল ফেন্সিডিল বিক্রির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তাদের প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, বগুড়া শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহীনউজ্জামান এবং উপ-পরিদর্শক সুজাউদ্দৌলা।

এ সময় পুলিশের ওই কর্মকর্তা জানান উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রির অভিযোগ ওঠার পরে শাহীনউজ্জামানকে ওআর হেডকোয়ার্টার হিসেবে ও সুজাউদ্দৌলাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।একই ঘটনায় সহকারী পুলিশ সুপার আরিফুলকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাতে বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। চেকপোস্টে নেতৃত্ব দেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যরা জানান, যানবাহন তল্লাশিকালে ঢাকাগামী খালেক পরিবহন থেকে নাজিমের নিকট ৫০ বোতল ফেন্সিডিল ও পিংকি পরিবহন থেকে সাইফুল ইসলামের নিকট ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে তাদের আটক করা হয়। এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

পিংকি পরিবহন থেকে জব্দ করা ১৯৮ বোতল ফেন্সিডিলের মধ্যে ৮৮ বোতল ফেন্সিডিল সোর্সের মাধ্যমে অন্যত্রে বিক্রি করে ১১০ বোতল ফেন্সিডিল জব্দ দেখিয়ে সাইফুল ইসলামের নামে মামলা দেওয়া হয়।পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে ৮৮ বোতল ফেন্সিডিল বিক্রির অভিযোগ উঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার মামলা ২টি ডিবিতে স্থানান্তরের আদেশ দেন।

এছাড়াও পুলিশ সুপার নিজে গত ২০ এপ্রিল মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে উপস্থিত হয়ে ফেন্সিডিল জব্দ করার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্য ও মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর