লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার-এঁর নির্দেশনায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসাধারণের মধ্যে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতার নিমিত্ত রায়পুর পৌরসভার মধ্যবাজার, নিউমার্কেট, গাজীমার্কেট, থানার সামনের মেইন রোডে জনাব আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারের জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার জন্য এবং স্বাস্থ্যবিধি না মেনে বিনা মাস্কে অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করার জন্য দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৩০০০/- জরিমানা করা হয়।জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।জনস্বার্থে অভিযান জনসেবায় প্রশাসন!!