রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন(৭৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন পৌর শহরের মৃত কলিম উদ্দিন আকন্দের ছেলে ও উকিল পাড়ার বাসীন্দা।

জানা যায়, আবুল হোসেন লাঞ্চের সমস্যায় অসুস্থ্য হয়ে গত ১৪ এপ্রিল এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সোমবার (১৯ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার ২০ এপ্রিল দুপুর ১২টায় খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেলা ৩টায় তার লাশ শাহজাদপুরের শেরখালী উকিল পাড়ায় তার বাড়িতে আনা হয়। পরে উপজেলার করোনার লাশ দাফন কমিটির মাধ্যমে তার লাশ গোসল করিয়ে বাদ মাগরিব মরহুমের জানাযা শেষ করে শেরখালী কবরস্থানে দাফন করা হয়।

দাফন কমিটির স্বেচ্ছাসেবক সেলিম তালুকদার বলেন,এ বছর শাহজাদপুরে এটাই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ২১টি করোনায় আক্রান্ত লাশ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর