পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৭ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ১ শত টাকা জরিমানা করা হয়।
২০এপ্রিল মঙ্গলবার ১১ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকায় পৌর শহরের নতুন বাজার, সদর রোড ও কঁাচা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের সদর রোডে বিসমিল্লাহ্ বেকারী মোঃ আল মামুনকে ৮ হাজার টাকা, নতুন বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলামকে ১ হাজার পাঁচশত টাকা, গ্লাস’র দোকান স্বজলকে ১ হাজার পাঁচশত টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী আহ্সানকে ১ হাজার টাকা,কাঁচামালের দোকানী মোঃ দেলোয়ার মুসুল্লী, মোঃ এরশাদুল ও অটল পাল উভয়কে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় মোঃ মিজানকে ১ শত টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৩ ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধরায় ১ ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধরায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।