রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক-ভোরের কণ্ঠ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টার / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট এলাকা থেকে ১৯ এপ্রিল রাতে আরএমপিথর ভূয়া সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া পালপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ ফিরোজ আহাম্মদ।

ঘটনা সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ আহাম্মদ গত তিন চার বছর যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার সহজ সরল বেকার যুবকদেরকে চাকুরীর প্রলোভন দিয়ে চাকুরী প্রত্যাশীদের অভিভাবকের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিলো। সে নিজেকে রাজশাহী মহানগরীর পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে কখনও রাজপাড়া থানা, কখনও মতিহার থানা, কখনও বোয়ালিয়া মডেল থানায় কর্মরত আছে বলে পরিচয় দেন।

সে বিবাহ করার উদ্দেশ্যে সহজ-সরল অবিবাহিত মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে, বিবাহের আশ্বাস দিয়ে অভিভাবকের নিকট থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেয়। এমনকি মেয়েদের অভিভাবকের নিকট হতে উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যাওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মোঃ ফিরোজ আহাম্মদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর