সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বর্তমান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহ-সবার্ধি নায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম, ম আমজাদ হোসেন মিলন রবিবার বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ফুসফুসে সমস্যায় আইসিউতে লাইভ সাপোর্টে থাকাকালীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
মরহুমের প্রথম জানাযার নামাজ বাদ আসর তাড়াশ কেন্দ্রী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার আগে তাকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অপ অনার প্রদান করেন পুলিশ বাহিনী । এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। জানাযার নামাজে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক সহ আওয়ামীলীগ,বিএনপি সহ সকল দলের নেতা-কর্মী সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের খাটিতে ফুলেল শুভেচ্ছা জানান অনেকে। মরহুমের ২য় নামাজের জানাযা তার নিজগ্রাম মাগুড়াতে অনুষ্ঠিত হয়ে তার পিতা-মাতার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সিনিয়র সহ সভাপভি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, সিরাজগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য অধা্যপক ডাঃ মোঃ আব্দুল আজিজ সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বর্শীয়ান এ নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আমজাদ হোসেন মিলন ১৯৪৯ সালের ১১ নভেম্বর জেলার তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়াবিনোদ গ্রামে জন্মগ্রহণ করেন । ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্তহন।। তিনি ১৯৬৯ সালে তাড়াশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন ২ বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান,২ বার উপজেলা চেয়ারম্যান, ২ বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ১ বার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাহসী নেতৃত্ব দিয়েছেন । গড়ে তুলে ছিলেন পলাশ ডাঙ্গা নামক একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন। তার অকাল মৃত্যুতে তাড়াশ বাসী হারালেন একজন রাজনৈতিক অভিভাবক । একটি উজ্জল নক্ষত্র । তার মৃত্যুতে তাড়াশ উপজেলা সহ জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।