বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ ৩০ পিচ ইয়াবা ও পৌনে এক কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৮ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় বগুড়া সদর উপজেলার মাটিডালী বন্দর এলাকায় মোঃ আবু হানিফ সেবুর কাঠের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১’শ পিচ ইয়াবাসহ শিবগঞ্জ থানার লঙ্করপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন(৪০),বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে রহিম মন্ডল(৩৮)নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই দিনে বিকেল পাঁচটার সময় ডিবি পুলিশের আর একটি অভিযানিক দল বগুড়া সদর উপজেলার কামাড়গাড়ী হাড্ডিপট্টি বাস টার্মিনালের পাশের্ব অভিযান পরিচালনা করে ৩০ পিচ ইয়াবাসহ চকসূত্রাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাহাত(৩৮)নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি পুলিশের আর একটি অভিযানিক দল বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে মা-বাবা ফার্মেসী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর রবিবার বিকেল সোয়া পাঁচটার সময় অভিযান চালিয়ে পৌনে এক কেজি গাঁজাসহ শাজাহানপুর উপজেলার বড়পাথারপাড়া গ্রামের শামচুল হক প্রামাণিকের ছেলে সুদীপ্ত শাহিন(৩০) ও ফারুক হোসেনের ছেলে মাসুদ রানা(২৬)নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনা নিশ্চিত করে বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ১’শ ৩০ পিচ ইয়াবা ও পৌনে এক কেজি গাঁজাসহ উল্লেখিত পাঁচ মাদক ব্যবসায়ীকে ১৮ এপ্রিল রবিবারে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীগনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ সময় তিনি আরোও জানান বগুড়া জেলার মাদক, জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেতে স্থানীয়দের সার্বিক সহযোগীতা কামনা করি। প্রয়োজনে-০১৩২০১২৬৯০৩ নাম্বারে যোগাযোগ করে তথ্য দিন।