রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরীর করোনা পজিটিভ-ভোরের কণ্ঠ।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৬১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । শুক্রবার (১৬ এপ্রিল) নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হন তিনি। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন।

খোঁজ নি‌য়ে জানায়, কিছুদিন ধরে তিনি অসুস্থ্যতায় ভুগছিলেন। সন্দেহ হলে সম্প্রতি জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেন। বৃহস্পতিবারও তিনি সহকারি কমিশনার (ভুমি) আক্তার জাহান সাথীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে লকডাউন কার্যকরে দায়িত্ব পালন ও আশ্রায়ন কেন্দ্রেও গেছেন। পরে শুক্রবার তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার সদর হাসপাতালে নমুনা দেন ইউএনও সাবরীন চৌধুরী। পরে নমুনা পরীক্ষায়   তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই কর্মকর্তা।

ডাক্তার জাকির আরও জানান, ইউএনও কার্যালয়ের আরও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাঁদেরও আইসোলেশনে থাকতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর