সিরাজগঞ্জের তাড়াশে লকডাউন উপক্ষো করে জমজমাট হাট বসানো হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লগডাউন সপ্তাহ ব্যাপি শুরু হয়েছে। সরকারের সেই সিদ্ধান্তকে অমান্য করে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাপ্তাহিক হাট ১৫ এপ্রিল বৃস্পতিবার দিন ব্যাপি বসানো হয়।
সরকারী বিজ্ঞপ্তীতে বলা হয়েছে যেখানে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হওয়া যাবে না। প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে বাইরে যাওয়ার কথা থাকলেও এ কোন পাশ নিয়ে হাটে হাজার হাজার জনগনের সমাগম হলো।
এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। জানা গেছে-সরকারী বিধি নিষেধ অমান্য করে চলছে হাট। অধিকাংশ লোকের মুখে নাই মাস্ক । নাই কোন সামাজিক দুরুত্ব। নাই কোন স্বাস্থ্য বিধি।
সরেজমিনে দেখা গেছে হাটের অফিস কক্ষে হাট কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই , স্থানীয় এমপির ভাই এ্যাডভোকেট নুরুল ইসলাম ও আবু সাইদ, নওগঁা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শামচ্ছুজ্জামান আলমসহ অনেকই এই হাট পরিচালনা করছেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, সরকারী সিদ্ধান্ত কঠোর লকডাউন অমান্য করে হাট লাগানো যাবে না। বিষয়টা আমি দেখছি।