সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম মোহনপুর বাজারে ১৬ এপ্রিল শুক্রোবার সকাল ৯ টার দিকে সাংসারিক প্রয়োজনে বাজারঘাট করছিলো। পূর্ব শক্রতার জের ধরে পূর্ব থেকে অতপেতে থাকা কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এতে নাঈম গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পরে।
আহত নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।বর্তমানে সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির লিটন জানান আমার বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তিনি বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন (সবুজ)জানান বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।