লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কাঁটা পড়ে মহরম খাঁন হৃদয় (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪এপ্রিল) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকার পি.টি কনজুমার প্রোডাক্টস নামে ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মহরম খাঁন হৃদয় ওই কারখানার একজন শ্রমিক। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা।
পি.টি কনজুমার প্রোডাক্টসের ইনচার্জ আব্দুল আজিজ জানায়, বিসিকশিল্প নগরী এলাকার এ ১৯ ও ২০ প্লটে ‘পি.টি কনজুমার প্রোডাক্টসথ নামে এক্সট্রা ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারী প্রতিষ্ঠানে রয়েছে। শ্রমিক হৃদয় ওই প্রতিষ্ঠানে ১০ বছর ধরে শ্রমিকের কাজ করে আসনে।
দুপুরে দ্বি-তলা বিশিষ্ট ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলো। ৬ জন মিক্সার মেশিনে পাউডার দিচ্ছিলেন। এসময় অসাবধনতাবশতঃ হৃদয়ের হাত ও মাথা মেশিনের ভেতর ঢুকে যায়। এতে তার হাত ও মাথায় মারাত্মক জখম হয়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।