নওগাঁয় দ্বিতীয় দিনের লকডাউনে প্রশাসনের কড়া নিরাপত্তা চলছে। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সুপরিকল্পীত দিকনির্দেশনায় মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার ১৫ এপ্রিল রয়েছে পুলিশের কঠোর নজরদারি। ১৪ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধি-নিষেধ কঠোরভাবে কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে আছে জেলা পুলিশের সদস্যরা।
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারা দেশব্যাপী সরকার ঘোষিত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। সূর্যোদয়ের সাথে সাথে নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে উর্ধ্বতন কর্মকর্তা ও অফিসার ফোর্সের সমন্বয়ে নিয়মিত টহলের মাধ্যমে সর্বসাধারণকে ঘরমুখী করতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশের ইউনিটগুলো।
এছাড়াও নওগাঁ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।করোনা সংক্রমণ হতে সর্বসাধারণকে সচেতন করতে সচেতনতামূলক মাইকিং। একই সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে জেলার সার্বিক নিরাপত্তা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে চলছে নিয়মিত মার্কেট মনিটরিং। যদি কোন ব্যক্তির নিতান্তই জরুরি কাজে ঘরের বাইরে যেতে হয় তবে অবশ্যই তাকে বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বের হতে হবে এবং সেটা অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায়। এসময় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান মিয়া করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ কঠোর অবস্থানে নওগাঁ জেলা পুলিশ।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সকলকে ঘরে অবস্থানের জন্য অনুরোধ করেন। অযথা কেউ ঘরের বাহিরে বের হয়ে আইন অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসুন আমরা মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আরো বেশি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা কারণে ঘরের বাইরে না যাই এবং নিজে মাস্ক পরি ও অপরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি।