শিরোনাম
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কেটে শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৬৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কাঁটা পড়ে মহরম খাঁন হৃদয় (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪এপ্রিল) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকার পি.টি কনজুমার প্রোডাক্টস নামে ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত মহরম খাঁন হৃদয় ওই কারখানার একজন শ্রমিক। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা।

পি.টি কনজুমার প্রোডাক্টসের ইনচার্জ আব্দুল আজিজ জানায়, বিসিকশিল্প নগরী এলাকার এ ১৯ ও ২০ প্লটে ‘পি.টি কনজুমার প্রোডাক্টসথ নামে এক্সট্রা ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারী প্রতিষ্ঠানে রয়েছে। শ্রমিক হৃদয় ওই প্রতিষ্ঠানে ১০ বছর ধরে শ্রমিকের কাজ করে আসনে।

দুপুরে দ্বি-তলা বিশিষ্ট ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলো। ৬ জন মিক্সার মেশিনে পাউডার দিচ্ছিলেন। এসময় অসাবধনতাবশতঃ হৃদয়ের হাত ও মাথা মেশিনের ভেতর ঢুকে যায়। এতে তার হাত ও মাথায় মারাত্মক জখম হয়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জসীম উদ্দীন শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর