রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

বগুড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম উদ্বোধন-ভোরের কণ্ঠ।

মোঃ হুমায়ন আহমেদ, স্টাফ রিপোর্টার / ৫৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলাব্যাপী করোনাকালীন পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুন্নাহার আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা: মাসুদ রানা, ডেইরি এ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন, পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল আলম রবিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

ডা: কামরুন্নাহার আকতার বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর