রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

নন্দীগ্রামে ইউএনও এবং এসিল্যান্ডের লকডাউন কার্যক্রম পরিদর্শন-ভোরের কণ্ঠ।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ৫২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে, লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে হাট ও বাজার ব্যাবস্থাপনা সহ লকডাউন কার্যক্রম পরিদর্শন এবং মাক্স বিতরণ  করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। বুধবার (১৪ই এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে উক্ত লকডাউন কার্যক্রম পরিদর্শন ও মাক্স বিতরন করেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমানে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। আর এই রোগটি ভাইরাস জনিত ছোঁয়াচে হওয়ায় তা দেশের প্রতিটি মানুষের জন্য এক মহামারি বিপদ সংকেত। আপনারা কেউ করোনা ভাইরাসকে অবহেলা করবেন না।

করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে চলুন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন। উক্ত করোনা ভাইরাস সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সতর্কতা ও সচেতনতার কোন বিকল্প নেই। তাই করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে পরিবার ও আত্মীয় স্বজনদের বাঁচাতে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করুন, বিনা প্রয়োজনে কেউ বাহিরে যাবেন না এবং পরিবারের কাউকে বাহিরে বের হতে দিবেন না, নিজ উদ্যোগে মাক্স ব্যাবহার করুন, জনসমাগম এরিয়ে চলুন, সর্বোপরি সরকারি নির্দেশনা মেনে চলুন।

এসময় উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মাক্স না পরার কারনে ২জন ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই বিকাশ সহ পুলিশ ফোর্স।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর