শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত বাংলাদেশ আ’লীগ কৃষি ও সমবায় সম্পাদক লাইলী-ভোরের কণ্ঠ।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৫৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।  সোমবার (১২ এপ্রিল) করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর তিনি নিজেই জানান তার ফেসবুক ওয়ালে।

ফরিদুন্নাহার লাইলি জানান,আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না। জ্বর আসা যাওয়া করতো। এই মুহূর্তে সর্দি আর কোন ঘ্রাণ পাচ্ছিনা। এই ছাড়া আর কোন শারীরিক সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।

তার আগে আমার একমাত্র চিকিৎসক সন্তান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। গেল এক বছর সে করোনা রোগীদের সেবা দিয়েছেন। আপনাদের দোয়ায় সে এখন অনেকটা সেরে উঠেছে। আমার জন্য, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।

ফরিদুন্নাহার লাইলি লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর