দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরুর পূর্বেই নিরাপদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা পরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রথম দফা লকডাউনের ৮ম দিন সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ বঙ্গবন্ধু যমুনাসেতু হয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় জেলার হাটিকুমরুল গোলচত্বরে।
পরিবহনের অপেক্ষায় থাকা প্রায় হাজার হাজার যাত্রীরা জানান, চূড়ান্ত লকডাউনে সকল প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণায় কর্মহীন হয়ে বাড়ি ফিরছেন অনেকেই, জরুরী প্রয়োজনে কেউবা যাচ্ছেন ঢাকায়। গণ পরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক বা ভিন্ন কোন যানবাহনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত আসা যাত্রীরা পড়েছেন পরিবহন সংকটে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ট্রাক, মাইক্রোবাস বা অন্য কোন পরিবহনের দেখা মিললেও ভাড়া দিতে হচ্ছে কয়েকগুণ বেশী।