সাভার আশুলিয়ায় থানার পার্শ্ববর্তী প্রেসক্লাবের দক্ষিণ পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের় তৃতীয় ও চতুর্থ তলায়। বৈদ্যুতিক তার শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড।
সোমবার (১২ এপ্রিল ) বেলা ৩ টা ৩০ মিনিটে ইস্টার্ন ব্যাংক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে ৩:৪৫ মিনিটে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
দীর্ঘ ১ ঘন্টা ৪৫ মিনিট কঠোর পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সাথে সাভার উপজেলা ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ সংযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কঠোর পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হন। বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলার কক্ষগুলোর ভেতরের পরিবেশ ক্ষতির আশঙ্কা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো মানুষ আহত ও নিহতের খবরা খবর পাওয়া যায়নি। প্রথম তলা ও দ্বিতীয় তলা ইস্টার্ন ব্যাংক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস অক্ষত অবস্থায় আছেন।
পার্শ্ববর্তী বিল্ডিংগুলো ছিল অগ্নি আতঙ্কে। কর্মরত লোক গুলো সরিয়ে নিতে পারলেও সরিয়ে নিতে পারেনি ব্যবহৃত সরঞ্জাম। স্বজনদের আহাজারি ছিল সর্বক্ষণ।।