মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

কলাপাড়ায় প্রতিবন্ধী আক্কাস পেলেন যুবলীগ নেতার অনুদানের চেক-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ২১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের একনেতা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেননা এমন খবর পেয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন কলাপাড়ার আরেক কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। ০৯এপ্রিল শুক্রবার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে অসুস্থ্য ঐ যুবলীগ নেতা আক্কাস খন্দকারের নিজ বাড়িতে গিয়ে মানবিক সহায়তার দশ হাজার টাকার একটি চেক তুলে দেন এ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সোহাগ।

স্থানীয় সূত্রমতে জানা যায়, কলাপাড়ায় এক ইউনিয়ন যুবলীগ নেতা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা , মানবিক সাহায্যের জন্য সবাই এগিয়ে আসুন, এমন একটি খবর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে নিউজটি কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাডভোকেট সোহাগের নজড়ে পড়লে তিনি ঢাকা থেকে মানবিক সাহায্যের হাত বাড়াতে ছুটে আসেন ঐ ইউনিয়ন যুবলীগ নেতার গ্রামের বাড়িতে।

উল্লেখ্য, বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের প্রতিবন্ধী রাজ্জাক খন্দকারের ছেলে আক্কাস খন্দকার বিগত দুই বছর আগে ১২ ফুট উঁচু থেকে পাড়ে গিয়ে তার মেরুদন্ডের সব কয়টি হাড় ভেঙ্গে যায়। প্রতিবন্ধী পিতার সংসারে অর্থের অভাবে চিকিৎসা খরচ বহন করতে না পারায় তার দুটি পা ধীরে ধীরে চিকন হয়ে যাচ্ছে। এ অবস্থায় কোন উপায়ন্তর না দেখে শেষমুহুর্তে সমাজের বিত্তবান মানুষদের কাছে মানবিক সাহায্যের আবেদন করে এ অসহায় পরিবারটি।

কলাপাড়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ এ প্রতিবেদককে বলেন, সমাজের অনেক বিত্তবান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষজন আক্কাসের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাই এ সাহায্যের বিনিময়ে অসুস্থ্য এ যুবলীগ নেতার চিকিৎসা এখন পর্যায়ক্রমে মোটামুটি কম-বেশী অন্তত:পক্ষে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর