মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

রায়গঞ্জের পাল্টে গেছে ভূমি অফিসের দৃর্শ্যপট, রুপায়নে এ্যাসিল্যান্ড সুবীর কুমার।

অভিজিৎ কুমার দাস,স্টাফ রিপোর্টার / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে গণ মানুষের কল্যানে এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাশ নতুন আঙ্গীকে নান্দনিক রুপায়নে ঢেলে সাজালেন উপজেলা ভূমি অফিস।

উপজেলা প্রশাসনের সর্বসময় ক্ষমতা উপজেলা নিবার্হী অফিসারের হাতে। দ্বিতীয় স্তরে রয়েছে এ্যাসিল্যান্ডের পদটি। এই চেয়ার থেকে নিজ দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ খুবই কম।

কিন্তু এই পদে আশিন অনেক মেধাবী কর্মকর্তা তাদের ইচ্ছা শক্তি, মেধা শক্তি ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে অনেক উন্নয়ন মূলক কাজ করে থাকেন। ঠিক তাদের মতই মেধা শক্তিতে বলিয়ান রায়গঞ্জের বর্তমান এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাশ।

তিনি তার নিজ দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তঁার ইচ্ছা শক্তি, মেধা শক্তি ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে পুরাতন ঝড়াজির্ণ উপজেলা ভূমি অফিসটিকে নতুন আঙ্গীকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলার ২৭২টি গ্রামের সাড়ে ৩ লাখ মানুষের জমি-জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র এই ভূমি অফিসে সংরক্ষণ করে থাকে। এই জন গুরত্বপূর্ণ ভূমি অফিসটিতে ইতিপূর্বে কোন বাউন্ডারি ওয়াল ছিলো না।

কিন্তু এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাস এই উপজেলায় যোগদানের পর তিনি সহজেই আঁচ করতে পারেন ভূমি অফিসটির নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়ালের খুবই প্রয়োজন।

তাই তিনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী অফিসারের পরামর্শ ও তাদের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসটি বাউন্ডারি ওয়াল নিমার্ণ সহ প্রবেশ পথে কেচিগেট নিমার্ণ করেন।

এরপর তিনি বাউন্ডারি ওয়ালের অভ্যান্তরে একাধিক রাস্তা গুলো নতুন আঙ্গীকে দৃষ্টি নন্দন করে গড়ে তোলেন। তিনি হয়ত বেশি দিন এই উপজেলায় থাকবেন না। তার বদলী চাকুরী জীবন, যে কোন সময় বদলী হয়ে অন্য যে কোন উপজেলায় তিনি যোগদান করবেন।

কিন্তু এই ভূমি অফিসটি দৃষ্টিনন্দন নান্দনিক রুপায়নে কৃর্ীতিমান উন্নয়ন কাজ গুলো রায়গঞ্জ উপজেলাবাসীর মধ্যে যুগ যুগ ধরে চির স্বরনীয় ও বরনীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর