শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

বঙ্গবন্ধু গেমসে সিরাজগঞ্জের মেয়ে হিয়ার স্বর্ণ ও রোপ্য পদক জয়ী-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে- ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০এর দুটি ইভেন্টে সিরাজগঞ্জের মেয়ে জান্নাত জেবিন হিয়া স্বর্ণ ও রোপ্য পদক লাভ করেছে।

গত সোম ও মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ৫’শ মিটার স্কেটিং প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে স্বর্ণ এবং রিলায় রেস প্রতিযোগিতায় রোপ্য পদক লাভ করে। প্রতিযোগিতায় সে বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেয়। এ গেমসে দেশের নাম করা ৩১টি ফেডারেশনের প্রতিযোগিরা অংশ গ্রহন করছে। সে রোলার স্কেটিং এর জাতীয় রোলবল টিমের অধিনায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন।

এছাড়া এ খেলায় ৩ বার বিশ্বকাপে অংশগ্রহন করেছে। এ পর্যন্ত সে জাতীয়-আন্তজার্তিক পর্যায়ে খেলে অর্ধশতাধীক ট্রফি ও মেডেল লাভ করছে।
প্রচার মাধ্যমের আড়ালে থাকা দেশের স্বনামধন্য নারী ক্রীড়াবিদ জান্নাত জেবিন হিয়া বর্তমানে ভিখারুন্নেছা নুন স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যায়নরত।

তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল গ্রামে। তার বাবা হাবীব উল্লাহ বাহার যমুনার দুর্গম চৌহালীর চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য বদলে ভুমিকা পালনকারী এবং সিরাজগঞ্জের অন্যতম উন্নয়ন সংগঠন মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক।

তার মা জুলেখা খাতুন ও বড় ভাই জিহান আহমেদ সেতু উভয়ই উন্নয়ন কর্মী হিসেবে নিয়োজিত। হিয়ার এই কৃতিত্বে সিরাজগঞ্জবাসী গর্বিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর