কলাপাড়ায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে দোকান- পাট খোলা রাখার দাবীতে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
গতকাল লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌরশহরের দোকানপাট বন্ধ ছিল।করোনাভাইরাস প্রাদুর্ভাব আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন ঘোষনা করেছেন। এতে ব্যবসায়ীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কলাপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৬ মার্চ মঙ্গলবার দুপুর আড়াই টায় কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এতে বক্তব্য রাখেন, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সিকদার। তিনি বলেন, গত ২০২০ সালের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের কারনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈই ক্ষতি কাটিয়ে উঠতে না ওঠতে পুনরায় লকডাউন শুরু করেছেন সরকার। এতে ব্যবসায়ীরা আরো ক্ষতির সম্মুখীন হবে।
প্রত্যেক ব্যবসায়ীরা সরকারীভাবে ও বেসরকারী সংস্থা থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।দোকান পাট বন্ধ থাকলে তাদের লোনের কিস্তি টাকা পরিশোধে দারুন ভাবে অসুবিধায় পরতে হবে। তাই তারা করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে দোকান- পাট খোলা রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এতে ব্যবসায়ী সমিতির প্রায় তিন শতাধিক ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচি পালন শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্বারক লিপি পেশ করবেন বলে ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সিকদার দাবী করেন।
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসায়ী সমিতির স্মারক লিপি পাওয়া গেলে, সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবস্হা গ্রহন করা হবে।