শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি ডিজিটাল মেশিন উদ্বোধন-ভোরের কণ্ঠ।

মোঃ কোরবাণ আলী,কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ৬১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে নতুন সংযোজন হলো অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন ও জীন এক্সপার্ট মেশিন।

স্বাস্থ্য সেবায় আরোও এক ধাপ এগিয়ে গেল কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রথম কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগিদের রোগ নির্ণয় করতে নতুন দুটি অত্যাধুনিক মেশিন স্থাপণ করা হলো।

মেশিন দুটির শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। শনিবার ৩ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় ফিতা কেটে উদ্বোধন করেন এবং নিজের এক্স-রে করান।

এ সময় তিনি বলেন, এখন থেকে কাজিপুরের মানুষের রোগ নির্ণয়ের জন্য আর বাহিরে যেতে হবে না। বিশেষ করে যক্ষা রোগিরা অল্প সময়ে সঠিক ভাবে এই মেশিনের সাহায্যে উক্ত রোগ নির্ণয় করতে পারবে।

তিনি আরোও বলেন, এই দুটি মেশিন স্থাপণের জন্য প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের সহযোগিতা ছিল বলেই আজকে তা সম্ভব হলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসহ আরো অনেকে।

এ বিষয়ে ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, ডিজিটাল এক্স-রে মেশিন দ্বারা দ্রুত সময়ে যক্ষা রোগ নির্ণয় করা যাবে এবং জীন এক্সপার্ট মেশিন হলো, যক্ষা রোগীদের জন্য অত্যান্ত আধুনিক পরীক্ষা মেশিন।

যেখানে একসাথে ১২টি রোগির পরীক্ষা নিমিষেই করা যায়। উল্লেখ্য যে, এমডিআর রোগি শনাক্ত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর