দিনাজপুর ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতি বছর ইরি-বোরো মৌসুমে ধানের মূল্য কম পাওয়ায়,স্বল্প খরচে বেশি লাভ হওয়াতে দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে এ এলাকার কৃষকের।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জমি গুলোতে সারি সারি ভাবে সমান কাতারে ভুট্টা গাছ লাগানো হয়েছে, বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপশি ভুট্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপন করায় নিবিড় পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকরা।
ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায়, পৌর এলাকাসহ ৭ টি ইউনিয়নে ৩ হাজার ৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে,যা লক্ষমাত্রার চেয়ে অনেক বেশী। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছেন। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শিবনগর ইউনিয়নের রাজরামপুর গ্রামের মোঃ মিজানুর রহমান চৌধুরী, খয়েরবাড়ি ইউনিয়নের বারাই পাড়া গ্রামের মোঃ হামিদুল্লাহ সরকার, বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ইরি-বোরো ধান চাষের পাশাপাশি আমরা গত বছর থেকে ভুট্টার চাষ করছি। রোগ বালাই কম ফলন বেশি এবং ভুট্টা কাটা মাড়াইয়ের সময় বাজার দর ভালো থাকায় অল্প খরচে লাভ বেশি হওয়ার কারনে এবারও ভুট্টার আবাদ করেছি। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার বলেন, বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নিরাপদ খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রতি প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা দিয়েছেন, এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ভুট্টা আবাদ হচ্ছে। সকল প্রকার ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি।
এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। এবার ভুট্টার আবাদি জমি বৃদ্ধি পেয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।