যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। প্রয়াই এই নেতার জীবদ্দশায় দেশের বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছে। দেশ বরেণ্য রাজনীতিবিদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার ২ এপ্রিল সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কর্মকান্ড তুলে ধরেন তারই সুযোগ্য সন্তান সিরাজগঞ্জ-১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। সঞ্চালনা করেন উপজেলা পরিষদের চেয়াম্যান খলিলুর রহমান সিরাজী।
এছাড়াও স্মৃতিচারণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রেফাস উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জি.এম তালুকদার সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ। ইউনিয়নের আওমীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ। আলহাজ্ব মোহাম্মাদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অপরদিকে বিকাল ৩ টার সময় মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আফিয়া আফরোজ মিনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম সহ কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম সংসদের বিভিন্ন শাখার সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতির জীবনের বিশ্বস্ত সহচর, জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী ও বেগম আমেনা মনসুর দম্পতির পরিবারের পাবনা শহরের ১৯৪৮ সালের এই দিনে মোহম্মদ নাসিম জন্মগ্রহান করেন। তবে সিরাজগঞ্জে কুড়িপাড়াই ছিল তার আসল নিবাস। তিনি আজীবন রাজনীতি করেছেন সিরাজগঞ্জ তথা কাজিপুরের জন্য। মোহাম্মদ নাসিম জীবদ্দশায় আনুষ্ঠানিক ভাবে কোনদিন জন্মদিন পালন করেননি। প্রসঙ্গতঃ তিনি ২০২০ সালের ১৩ই জুন মৃত্যুবরণ করেন।