নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে ১ লা এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নলডাঙ্গা পৌরসভা ও মাধনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসাধারণকে সচেতন করা হয়।
জনসচেতনতা মূলক এই প্রচার অভিযানে অংশ নেন,নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার, ভাইস-চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা, মাধনগর ইউনিয়নে চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমণ রোধে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন করা হচ্ছে। আগামীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।