সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।
২৭-২৮ মার্চ শনিবার ও রবিবার ২দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
১ম দিন বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ সবার্ধিক নায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী ম, ম আমজাদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,সগুনা ইউপি চেয়ারম্যান টি এমআব্দুল্লাহেল বাকি , মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন, প্রানী সম্পদ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, বিভিন্ন সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে ২৪টি দফতরের উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।