রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

সলঙ্গার গোলকপুরে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক আটক-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকায় থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব-১২ এর সদস্যরা।

এসময় রাস্তায় চেক পোষ্ট আছে জেনে ট্রাকে থাকা পাবনার ঈশ্বরদী থানার চরগরগরী পশ্চিম পাড়ার আমজাদ হোসেনের ছেলে নাসিম বিশ্বাস (৩৫) ও জাকির শেখের ছেলে ট্রাকের হেলপার হৃদয় (১৯) ট্রাকটি রাস্তার উপরে রেখে পালিয়ে
যায়।

শুক্রবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ভোর রাত্রে জেলার সলঙ্গা থানার ঢাকা-বগুড়া হাইওয়ে রোডের গোলকপুর এলাকায় অতিথি আবাসিক হোটেলের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং ১ টি (টাটা) ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হয়। এ সময় ওই ট্রাক থেকে ২ জন নামিয়া দ্রুত পালিয়ে যায়।

পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর